SEO Course for Beginners Promo Code

আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অথবা আপনার পার্সোনাল বা কোম্পানির ওয়েবসাইট গুগলে র‍্যাংক করাতে চান তাহলে আপনার SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার।

SEO সম্পর্কে ভাল ধারণা পেতে হলে আপনাকে অবশ্যই এর বেসিক আগে জানতে হবে। আপনি নানাভাবে SEO সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারেন। কিন্তু ফ্রি মিডিয়াতে আপনি কখনই সাজানো গোছানোভাবে কোন টপিক বা স্কিলস পাবেন না।

আর কোন স্কিল সম্পর্কে যদি আপনার বিস্তর ধারনা না থাকে তাহলে সেই সেক্টরে আপনার কাজ করা প্রায় অসম্ভব। তাই, আপনার দরকার একটি পরিপূর্ণ গাইডলাইন সম্পন্ন কোর্স।

টেন মিনিট স্কুল নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য “SEO for Beginners” কোর্সটি! কোন কোর্স করার আগে অবশ্যই আপনাকে ওই কোর্সের ইন্সট্রাকটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যদি যে কোর্স করাচ্ছে সেই টপিক সম্পর্কে ভালো না জানে, তাহলে আমার মতে আপনার কোর্সটি কেনা উচিত না।

কিন্তু SEO Course for Beginners কোর্সের ইন্সট্রাকটার মোঃ ফারুক খান, বাংলাদেশের টপ একজন SEO এক্সপার্ট। আপনি যদি গুগলে “seo expert in bangladesh” লিখে সার্চ করেন, তাহলে 1 নাম্বার যে ওয়েবসাইট তা দেখতে পাবেন তা মোঃ ফারুক খানের।

এ থেকে বোঝা যায় তিনি আসলেই SEO সম্পর্কে ভালো জানেন এবং তা সঠিক যায়গায় প্রয়োগ করতে পারেন। আপনি কোর্সটি অনায়াসে নিতে পারেন।

Data Entry দিয়ে Freelancing Course Promo Code

SEO for Beginners কোর্সটি করে যা শিখবেন

  • SEO Basics, সার্চ ইঞ্জিন, ডোমেইন-হোস্টিং, কি-ওয়ার্ড রিসার্চ, অনপেজ SEO, অফপেজ SEO
  • গুগল সার্চ কনসোল-সহ SEO-এর বিভিন্ন টুলের ব্যবহার
  • বিভিন্ন প্রজেক্টভিত্তিক কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রচলিত SEO প্র্যাকটিস
  • SEO শিখে সার্চ ইঞ্জিন, ডোমেইন-হোস্টিং, কি-ওয়ার্ড রিসার্চ, অনপেজ SEO, অফপেজ SEO
Read Also  English for Professionals Course Promo Code

SEO for Beginners এই কোর্স যাদের জন্য

  • যারা SEO শিখে এর মাধ্যমে আয় করার উপায় জানতে চান
  • যারা ইন্ডাস্ট্রিতে প্রচলিত SEO প্র্যাকটিস শিখতে ও প্রয়োগ করতে চান
  • পেইড অ্যাডভার্টাইজিং-এ খরচ না করেও যারা ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে চান
  • যারা নিজেদের ব্যবসায়িক ওয়েবসাইট কিংবা ব্লগ গুগল সার্চে র‍্যাংক করাতে চান

    SEO for Beginners কোর্স সম্পর্কে

    শুধু SEO বা Search Engine Optimization-এর মাধ্যমে গুগল সার্চ থেকে একটি ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব। একটি নির্দিষ্ট বিষয়ে অসংখ্য ওয়েবসাইট থাকায় কেবল সঠিকভাবে SEO প্র্যাকটিস মেনে চলা ওয়েবসাইটগুলোই গুগলের সার্চ ইঞ্জিনে প্রাধান্য পায়। বেশিরভাগ মানুষই গুগল সার্চ রেজাল্টের দ্বিতীয় পেজ ভিজিট করে না বলে SEO-এর নিয়মগুলো মেনে ওয়েবসাইটকে অপটিমাইজ করা প্রয়োজন। প্রতিযোগিতার এই যুগে তাই ওয়েবসাইট মালিকদের কাছে SEO বিশেষজ্ঞদের রয়েছে উচ্চ চাহিদা।

    ধরুন, আপনি একজন ব্যবসায়ী যিনি ওয়েবসাইটের মাধ্যমে তার পণ্য বিক্রি করেন। অথবা, আপনি হয়ত ব্লগ লিখে সেখানে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আয় করতে চান। হতে পারে আপনি একজন ছাত্র বা সদ্য গ্র্যাজুয়েট, যিনি SEO শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন অথবা ক্যারিয়ার গড়তে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং-এ। কিন্তু SEO কী বা কাকে বলে তা ছাড়া আপনি আর তেমন কিছুই জানেন না। হয়ত আপনি বিস্তারিত শেখার জন্য একটি ভালো SEO Course খুঁজছেন, কিন্তু বেশিরভাগ SEO Course এত দীর্ঘ যে ধৈর্য নিয়ে শেষ করা বেশ কঠিন। তাই একটি ভাল SEO ট্রেনিং খুঁজে পাওয়া বেশ কঠিন যা আপনাকে মার্কেটিং- এ দক্ষ করে তুলবে।

    এসব সমস্যার সমাধানে টেন মিনিট স্কুল নিয়ে এলো সময়োপযোগী কারিকুলাম, সুবিধামত অনলাইন ক্লাস এবং প্রজেক্টভিত্তিক SEO প্র্যাকটিসের সুবিধাসহ “SEO for Beginners” কোর্স।

    এই কোর্সে শিক্ষার্থীরা SEO-এর প্রাথমিক ধারণা এবং তা প্রয়োগ করার পদ্ধতি শিখতে পারবে। সার্চ ইঞ্জিন, ডোমেইন-হোস্টিং, কি-ওয়ার্ড রিসার্চ, অন-পেজ SEO, অফ-পেজ SEO, গুগল সার্চ কনসোল এবং SEO কনসাল্টিং, সবই কভার করা হবে এই কোর্সে। তাই এনরোল করুন “SEO for Beginners” কোর্সে এবং এখনই শিখে নিন SEO Basics!

    Read Also  Graphic Designing with Photoshop Course Promo Code

    SEO Course for Beginners Promo Code

    550tk Discount
    Deal

    Purchase SEO করে Freelancing Course in 1950tk with 550tk Special Discount Offer. Open the link above to get the promo code.

    More Less

    আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরঃ +8809696356104 অথবা +8801622208744

    আরও প্রোমো কোড

    Next Post

    Comments 2

    1. Md Masum Khan says:

      I want to be a facebook marketing expart. How can I start? Will I do SEO or Facebook marketing bundle course?

      • admin says:

        Hello Masum,

        SEO and Facebook Marketing are two completely different things. In my opinion, if you want to be a Facebook marketing expert – you should do Facebook marketing bundle course.

        Best Wishes to you. If you need any help – send us a message in live chat.

        And, you can find special discount offers for two of these courses by sending us a message in live chat.

        Thanks,
        10MS Promo Team

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    লিংক কাজ করছে না?

    প্রোমো খুজে পাচ্ছেন না? লিংক কাজ করছে না? কল করুন – 01622208744